শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: মেয়র নাছির

শিক্ষার মান বৃদ্ধিতে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষকরা যদি তাদের দায়িত্বের প্রতি অনুগত থেকে নিষ্ঠার সহিত কাজ করেন তাহলে শিক্ষার্থীরা উপকৃত হবে। শিক্ষকরাই পারে শিক্ষার্থীদের কাউন্সিলিং করে সঠিক গাইডলাইন্সের মাধ্যমে তাদের গড়ে তুলতে।

- Advertisement -

শিক্ষকতা পেশাটি একটি মহৎ ও মহান পেশা। সমাজে শিক্ষকের মর্যাদা অনেক উপরে। সে মহৎ ও সম্মানজনক পেশাকে বিকৃত না করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -google news follower

রোববার (১৯ জানুয়ারি) সকালে টায়গারপাসের চসিক সম্মেলন কক্ষে চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

মেয়র নাছির আরও বলেন, একজন শিক্ষার্থী জীবনে নৈতিক শিক্ষার প্রভাব খুবই সহায়ক ভূমিকা পালন করে। এ প্রজন্মের শিক্ষার্থীরা যাতে বিপদগামী না হয়, ভাল আর মন্দের মধ্যে পার্থক্য বুঝতে পারে, তারা যেন আগামী দিনের সুনাগরিক হিসেবে তৈরি হতে পারে সেজন্য নৈতিকশিক্ষা দেওয়ার মাধ্যমে পথপ্রদর্শক হিসেবে শিক্ষকদের কার্যকরী ভূমিকা রাখার প্রতি তাগাদা দেন মেয়র।

- Advertisement -islamibank

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু, মো. আজম, মো. আবুল হাসেম, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমদ, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়য়া, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেম, লামাবাজার এসএ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন মাহমুদ, অভিভাবক সদস্য জাহেদ রাজা, সদস্য শেলী আকতার, শিক্ষক প্রতিনিধি নুরুল কবির, আতিক উল্লাহ চৌধুরী, গোলজার বেগম সিটি করপোরেশন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো. খসরু হোসেন, মো. আজজুল হক, রোকসানা আকতার, শিক্ষক প্রতিনিধি রশ্নি আকতার, আমাত হোসেন, প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহ, কাপাসগোলা সিটি করপোরেশন মহিল কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব মনোয়ার জাহান বেগম, বিদ্যোৎসাহী সদস্য জবি মো. ইব্রাহিম, মাওশি এসএম শহিদুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি সদস্য মো. আবুল কালাম, হাজী মো. মুসা, বিনা মল্লিক, শিক্ষক প্রতিনিধি সদস্য নুর বানু চৌধুরী, সমীরন কুমার শীল, এনামুল হক, পূর্ব বাকলিয়া সিটি কেরপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব মো. আবু তালেব আবদুল করিম, অভিভাবক সদস্য কাজী শাহিনা সুলতানা, শিক্ষক প্রতিনিধি চিত্রা চন্দ ও মো. আসিফুর রহমান ফারুকী প্রমুখ।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM