চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রকে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে মারধরের সময় চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ভুক্তভোগী শিক্ষার্থী শাহেদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর দুইটা বিশ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট মোড়ে এই ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডি তাকে উদ্ধার করে।
ভুক্তভোগী ছাত্রের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান জয়নিউজকে বলেন, কে বা কারা তাকে অপহরণের চেষ্টা করেছে ভুক্তভোগী তা বলতে পারছে না। কেন মারধর করা হয়েছে এ ব্যাপারেও সে কিছু জানে না। তবে সে জানিয়েছে, মারধরকারীরা তাকে শাহজালাল হলে নিয়ে যাবে বলেছিল।
প্রক্টর বলেন, আমরা তাকে চিকিৎসা দিয়েছি। তাকে বলেছি, প্রয়োজনে আগামী পরীক্ষাগুলোতে তাকে নিরাপত্তা দেওয়া হবে। আমরা অপরাধী সনাক্ত করার চেষ্টা করছি।