চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহমেদ শপথ নিয়েছেন। মোছলেম চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি।
সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের নিজ কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এর আগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূণ্য হয়। সেই আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানকে বিপুল ভোটে পরাজিত করে সংসদের টিকিটি নিশ্চিত করেন মোছলেম।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, পটিয়া-১২ আসনের সাংসদ ও হুইপ সামশুল হক চৌধুরী, সাতকানিয়া-১৫ আসনের সাংসদ আবু রেজা মো. নেজামউদ্দীন নদভী, বাঁশখালী-১৬ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী।
এছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন ও শ্রম সম্পাদক খোরশেদ আলম।