শপথ নিলেন মোছলেম উদ্দীন

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহমেদ শপথ নিয়েছেন। মোছলেম চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি।

- Advertisement -

সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের নিজ কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

- Advertisement -google news follower

এর আগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূণ্য হয়। সেই আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানকে বিপুল ভোটে পরাজিত করে সংসদের টিকিটি নিশ্চিত করেন মোছলেম।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, পটিয়া-১২ আসনের সাংসদ ও হুইপ সামশুল হক চৌধুরী, সাতকানিয়া-১৫ আসনের সাংসদ আবু রেজা মো. নেজামউদ্দীন নদভী, বাঁশখালী-১৬ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী।

- Advertisement -islamibank

এছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন ও শ্রম সম্পাদক খোরশেদ আলম।

জয়নিউজ/কাউছার/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM