চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৮ জানুয়ারি বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২১ জানুয়ারি) নির্বাচন ভবনে ইসির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. আলমগীর। এছাড়া সদ্য শূন্য হওয়া জাতীয় সংসদের পাঁচটি আসনে উপনির্বাচন নিয়েও সেদিন সিদ্ধান্ত হবে।
ইসি বলেন, গাইবান্ধা-৩, ঢাকা-১০, বাগেরহাট-৪, বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসন শূন্য ঘোষিত হওয়ায় ভোটের আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে এসএসসি পরীক্ষা কখন হবে, ইসলামী পর্ব যেগুলো রয়েছে, স্বাধীনতা দিবস, মুজিববর্ষ-এসব বিষয় মাথায় রেখে আলোচনা হয়েছে। তবে কখন হবে তা সিদ্ধান্ত হয়নি।
‘আগামী ২৮ তারিখ (২৮ জানুয়ারি) কমিশনের সভা হবে, সেখানে এগুলোর তারিখ চূড়ান্ত করার চেষ্টা থাকবে। চসিক নির্বাচনের বিষয়েও সেদিন সিদ্ধান্ত হবে।’