আগামী ১৭ মার্চ মুজিববর্ষে হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ মৎস্য গাবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মোহাম্মদ খলিলুর রহমান।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় রাউজান উপজেলা পরিষদ হলে অনুষ্ঠিত এক সভায় তিনি একথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পিযুষ প্রভাকর, উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার আবদুল্লাহ আল মামুন, হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ইসতিয়াক হায়দার, আজাহার আলী, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রুবেল কান্তি দে, সাংবাদিক মীর আসলাম, শফিউল আলম, এসএম ইউছুপ উদ্দিন, প্রদীপ শীল, ডিম সংগ্রহকারী বিতান বড়ুয়া, রোসাঙ্গীর আলম, সাবেক মেম্বার নাসির, মেম্বার দেবপ্রিয় বড়ুযা,ফারহাদ আমিন চৌধুরী, সুনিল জলদাশ, সাধন বড়ুয়া ও আবদুল লতিফ প্রমুখ।
অনুষ্ঠানে হালদা নদীর উপর ধারণ করা ডকুমেন্টারি চিত্র প্রর্দশন করা হয়।