নগরের পাঁচলাইশের মির্জাপুল এলাকার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বস্তিতে প্রায় ৩০০টির মতো ঘর ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। এ অগ্নিকাণ্ডে প্রায় সব ঘর পুরে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি)সকাল সাড়ে ১০টার দিকে ডেকোরেশন গলির পুরান ওয়াপদা কলোনির বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে প্রায় ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন ণিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ঘিঞ্জি বস্তি এলাকাটিতে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢুকতে না পারায় আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। এতে তিন মালিকের জমিতে ৬ সারিতে প্রায় ৩০০ মতো ঘর পুড়ে গেছে।
তারা আরো জানান, বস্তির একটি তালাবদ্ধ ঘর থেকে প্রথমে তারা ঘোঁয়ার কুণ্ডলী উঠতে দেখে। মুহূর্তের মধ্যে তা পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন জয়নিউজকে বলেন, খবর পেয়ে ৫টি ইউনিটের ১২টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে একঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।