অনেক জল গড়িয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। লাহোরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি দুই দল।
গাদ্দাফি স্টেডিয়ামে টি-টোয়েন্টির এই লড়াইয়ে টস জিতে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাটিংয়ে নেমে শুভ সূচনা করেছে টাইগাররা। ওপেনিং জুটিতে তামিম ও নাঈমের ব্যাটে ভর করে টাইগারদের সংগ্রহ এখন পর্যন্ত ৯ ওভারে ৫৭ রান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অনেকটা এগিয়ে পাকিস্তান। ১০ ম্যাচের মধ্যে ৮টিই জিতেছে তারা। ২টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।
সর্বশেষ ২০০৮ সালে পাকিস্তানের মাটিতে খেলতে গিয়েছিল বাংলাদেশ। ১২ বছর পর আবারও এই প্রতিপক্ষকে তাদের মাঠে মোকাবেলা করবে টাইগাররা। এক যুগ আগের সেই ম্যাচে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে (১০২ রানে) পরাজিত হয়েছিল টাইগাররা। সে স্মৃতি ভুলে নতুন কিছুর আশায় আজ মাঠে নেমেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাইম, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।
পাকিস্তান একাদশ: আহসান আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হারিস রওফ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন।
জয়নিউজ/পিডি