চীনে করোনা ভাইরাসের আক্রান্তদের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসার জন্য উহান সেন্ট্রাল সিটিতে ১০ দিনের মধ্যে নতুন হাসপাতাল বানিয়ে ফেলা হচ্ছে। হাসপাতাল নিমার্ণের কাজ চলছে দ্রুতগতিতে।
৩ ফেব্রুয়ারি নতুন হাসপাতালে চিকিৎসা শুরু হবে বলে আশা করা হচ্ছে।
এক ভিডিওতে দেখা গেছে, উহান সেন্ট্রাল সিটিতে হাসপাতাল নির্মাণে ব্যবহার করা হচ্ছে কয়েক ডজন ট্রাক। তার সঙ্গে রয়েছে মাটি খোঁড়ার যন্ত্র। হাসপাতালের আয়তন হবে ২৫ হাজার বর্গকিলোমিটার। তাতে একইসঙ্গে হাজার রোগীর চিকিৎসা দেওয়া হবে।
উল্লেখ্য, চীনে করোনা ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছেন ২৬ জন।