আদালতের নির্দেশনা অনুযায়ী লঘু অপরাধে দীর্ঘদিন কারাগারে থাকা বন্দিদের মুক্তি দিচ্ছে সিলেট ও খুলনা কারা কর্তৃপক্ষ।
সিলেট কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ১৪২ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
খুলনা জেলা কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ জানান, খুলনা কারাগারের ৪৮২ বন্দির একটি তালিকা ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মুক্তিতে দ্রুত নির্দেশনা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
দেশে ৩৬ হাজার ৬১৪ বন্দি ধারণ ক্ষমতাসম্পন্ন ৬৮টি কারাগার রয়েছে। এসব কারাগারে সাধারণত ৭০ হাজার বন্দি থাকে, যা ধারণ ক্ষমতার দ্বিগুণ।
সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চলমান জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে গত ২৪ জুন পর্যন্ত দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৩ হাজার ৩৩৫ জনে।
জয়নিউজ/এডি