ঢাকা দক্ষিণের বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনি প্রচারে সংঘর্ষ হয়েছে। এসময় সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিএনপি ও আওয়ামী লীগের মেয়র এবং কাউন্সিলর প্রার্থীর অনেক সমর্থকও রয়েছেন।
রোববার(২৬ জানুয়ারি) দুপুর পৌনে একটার দিকে টিকাটুলির হাঁটখোলা এলাকায় এ সংঘর্ষ বাঁধে।
স্থানীয় বিএনপি কর্মীরা বলছেন, দুপুর ১টার দিকে ইশরাক মিছিল নিয়ে গোপীবাগে নিজের বাসার দিকে যাওয়ার সময় ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা’ তাদের ওপর হামলা করে।
এসময় দুই পক্ষের মধ্যে প্রায় ৪০ মিনিট ধরে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ঢিল ছোড়াছুড়ি চলে। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুরের শিকার হয়। সংঘর্ষের খবর শুনে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের পর বাসায় ফিরে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, বিনা উস্কানিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করেছে। বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার নির্বাচন বানচালের চেষ্টা করছে।