ইরাকের রাজধানী বাগদাদে আমেরিকান দূতাবাসে রকেট হামলা হয়েছে। তিনটি রকেট হামলায় আহত হয়েছেন তিন জন। তবে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ।
তিনটি রকেট হামলার মধ্যে একটি আমেরিকান দূতাবাসের ক্যাফেটরিয়াতে এবং বাকি দুটি একটু দূরে আঘাত করেছে বলে জানিয়েছে এএফপি।
কয়েক বছরের মধ্যে এই প্রথম রকেট হামলায় বাগদাদের মার্কিন দূতাবাসের কোনো কর্মী আহত হলেন।
এদিকে ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরণের ধারাবাহিক হামলার ফলে ইরাক আবার যুদ্ধক্ষেত্র হয়ে উঠতে পারে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, “আমাদের কূটনৈতিক সুযোগ-সুবিধা ও নিরাপত্তা দেওয়ার যে বাধ্যবাধকতা ইরাকি কর্তৃপক্ষের রয়েছে, তাদের তা পালনের আহ্বান জানাচ্ছি আমরা।”
সাম্প্রতিক সময়ে ইরাকে দূতাবাস এবং ইরাকি সামরিক ঘাঁটিগুলো হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। বিশেষ করে যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে।
এ মাসের শুরুতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার ঘটনা এর মধ্যে অন্যতম।
জেনারেল সোলেইমানি নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে দুই দফায় রকেট হামলা হয়।
জয়নিউজ