নগরের মির্জারপুল ডেকোরেশন গলির বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে পাঁচলাইশ থানা ও কমিনিউটি পুলিশিং।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ৩৫০ অগ্নিদুর্গতদের মাঝে খাবারের থালা, গ্লাস, মোমবাতি ও মশার কয়েলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
এসময় পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া, পাঁচলাইশ কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব আবু সাঈদ সেলিম, ব্যবসায়ী জসীম আনোয়ার খানসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, পুলিশ শুধু অপরাধ নিয়ন্ত্রণ করে না, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও পুলিশ কাজ করে। আইজিপি স্যার ঘোষণা দিয়েছেন, মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। জনতার পুলিশ হতে আমরা কাজ করছি। জনতার দ্বারে দ্বারে গিয়ে জনতার কল্যাণে কাজ করছি। এ ধরণের কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।