‘মুসলিম উম্মাহর আত্মার পরিশুদ্ধতা অর্জনে ঈদে মিলাদুন্নবী’

বারীয়া শরীফের পীর মুফতি ছৈয়দ মুহাম্মদ শামছুদ্দোহা বারী বলেন, মুসলিম উম্মাহর আত্মার পরিশুদ্ধতা অর্জনে ঈদে মিলাদুন্নবী (দ.) এর ভূমিকা অনস্বীকার্য ।

- Advertisement -

সোমবার (২৭ জানুয়ারি) নগরের চান্দগাঁও দরবারে বারীয়া শরীফের ঈদে মিলাদুন্নবী (দ.) স্মরণে আয়োজিত ৫২তম এ মাহফিলে তিনি এ কথা বলেন।

- Advertisement -google news follower

এসময় তিনি বলেন কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করলে সমাজে অশান্তি থাকবে না।

এতে প্রধান অতিথি ছিলেন ভারতের দিল্লি দরগাহে নেজাম উদ্দীন মাহবুবে ইলাহীর পীর হযরত খাজা ছৈয়দ শরীফ নেজামী (মজিআ)।

- Advertisement -islamibank

তিনি বলেন, ত্বরিকতের শিক্ষাই মানুষকে প্রকৃত ঈমানদার হিসেবে গড়ে তোলে। ত্বরিকতচর্চা ছাড়া মানব জীবনের সফলতা আসবে না। তাই তরিকতের মাধ্যমে আল্লাহ রাসূলের নিয়ম অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে।

মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ আবদুর রেহমান নিজামী (মজিআ)। ইমাম আহলে সুন্নাত আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী (মজিআ)।

মাহফিলে বক্তব্য রাখেন দরবারে বারীয়ার মেঝ শাহজাদা ছৈয়দ সাইফুল ইসলাম বারী, ছৈয়দ এরশাদুল বারী, মাওলানা মুফতি মাসুদ রিজভী, মাওলানা সৈয়দ খায়রুল আমিন চিশতি, মাওলানা ইব্রাহিম খলিল আড়াইহাজারী, মাওলানা সৈয়দ হাসান আযহারী, শুকছড়ি দরবারের সৈয়দ মুহাম্মদ এহসানুল হক চিশতি ও মাওলানা এনাম রেজা কাদেরী।

আখেরী মুনাজাত পরিচালনা করেন দরবারে বারীয়া শরীফের সাজ্জাদানশীন পীমুফতি ছৈয়দ মুহাম্মদ শামছুদ্দোহা বারী (মজিআ)।

মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ হাসান আযহারী, শুকছড়ি দরবারের সৈয়দ মুহাম্মদ এহসানুল হক চিশতি ও মাওলানা এনাম রেজা কাদেরী প্রমুখ।

জয়নিউজ/কেকে/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM