৭ ফেব্রুয়ারি নিশ্চিত হবে কখন হবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন। ওইদিনই ঘোষণা হতে পারে তফসিল। এমনটিই জানিয়েছেন নির্বাচন কমিশন কর্মকর্তারা।
এদিকে তফসিল নির্ধারণের জন্য মঙ্গলবার (২৮ জানুয়ারি) একটি সভা ডেকেছিল ইসি সচিবালয়। তবে সভাটি মুলতবি হয়েছে।
নির্বাচন কমিশনের দায়িত্বশীল এক কর্মকর্তা জয়নিউজকে বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি চসিক নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণ হবে। আমরা ভোটের প্রস্তাবনা তৈরি করে ইতোমধ্যে কমিশনের কাছে দিয়েছি। সেখানে ভোটের তারিখ ফাঁকা রাখা হয়েছে। ৬ ফেব্রুয়ারি আলোচনায় সিদ্ধান্ত এলে ফাঁকা জায়গা ভরাট করা হবে। এরপর তফসিল ঘোষণা হবে। এক্ষেত্রে সভা শেষেই তফসিল ঘোষণা হতে পারে।
যোগাযোগ করা হলে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান জয়নিউজকে বলেন, চসিক নির্বাচন নিয়ে আজ (২৮ জানুয়ারি) সভা হওয়ার কথা ছিল। কিন্তু সভা মুলতবি করা হয়। আগামী ৬ ফেব্রুয়ারি কমিশনের বৈঠকে চসিক নির্বাচনের ভোটার তারিখ নির্ধারণ হবে। সিদ্ধান্ত অনুযায়ী সেদিনই তফসিল ঘোষণা হতে পারে।
জয়নিউজ/কাউছার