বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লামার সরই ইউনিয়নে কালাইয়াপাড়ায় বন্য হাতির আক্রমণে জাহেরা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় বাসিন্দা ফজলুল হকের স্ত্রী।
ছাবের আলী নামে এক স্থানীয় বাসিন্দা জানান, ১০/১২ টি বন্য হাতির একটি পাল সরইয়ের কালাইয়াপাড়ায় হানা দিয়ে ঘরবাড়ি ভাংচুর করে। এসময় পালানোর সময় হাতির আক্রমণে মারা যান জাহেরা। তবে অন্যরা হাতির আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হয়। পরে হাতির দলটি বিভক্ত হয়ে টংকাবতী এবং লামার দিকে চলে যায়। আরও সাতটি হাতি এখনো সরই পাহাড়ে অবস্থান করছে।
ঘটনার সত্যতা স্বীকার করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমানুল হক জয়নিউজকে বলেন, হাতির আক্রমণে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জয়নিউজ/আলাউদ্দিন