কৃষকের মইটানা

আগে জমিতে গরু দিয়ে টানা লাঙ্গলে জমি চাষ ও মই জমি সমান করে ফসল লাগানো হতো। গ্রামে কৃষকের ঘরে থাকবে গরু, লাঙল, মই- এটা ছিল গ্রাম বাংলার এক চিরাচরিত দৃশ্য। এ নিয়ে আছে অনেক আঞ্চলিক গান, নাটক, কৌতুক, প্রবাদ।

- Advertisement -

কৃষকের মইটানা

- Advertisement -google news follower

তবে সময়ের সঙ্গে পাল্টেছে সবকিছু। লাঙল-মইয়ের জায়গায় স্থান করে নিয়েছে ট্রাক্টর। তাই আর হালের গরুর দরকার পড়ে না। মাঝেমধ্যে জমির উঁচু-নিচু অংশ সমান করতে মই টানতে হয়।

কৃষকের গোয়ালে এখন গরু নেই। তাই গরুর পরিবর্তে নিজেই মই টানেন কৃষক।

- Advertisement -islamibank

রাউজানের দলইনগর থেকে ছবিগুলো তোলা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM