নগরের লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম ৭৭ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
গত ১২ নভেম্বর নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
কারামুক্তির পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলফটকে দিদারুল আলম মাসুমকে সংবর্ধনা দেয় তার অনুসারীরা।
জানা যায়, দিদারুল মাসুম সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় উচ্চ আদালত থেকে অর্ন্তবর্তীকালীন জামিন পেয়েছেন। একইসঙ্গে বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে কোনো ধরনের হয়রানি না করার নির্দেশ দেয় হাইকোর্ট।
এ ঘটনায় দায়ের করা মামলায় ৪ আগস্ট ২০১৯ সালে মাসুমকে ঢাকার থেকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম। ১৫ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্তি পান মাসুম।
উল্লেখ্য, ২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরের সদরঘাট দক্ষিণ নালাপাড়ায় নিজ বাসার সামনে নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে খুন করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় মাসুমকে আসামি করা হয়।