মুজিববর্ষে বোধনের আয়োজন

মুজিববর্ষে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে আবৃত্তি-নাটকে বাক্ বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরের থিয়েটার ইনস্টিটিউটে বোধনের শিশুশিল্পীদের পরিবেশনায় বঙ্গবন্ধু ও অতঃপর বাংলাদেশের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর একক আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী তাপস দাস, তৈয়বা জহির আরশি রমিজবাবু ও সুতপা মজুমদার।

- Advertisement -google news follower

আমন্ত্রিত অতিথিদের ফুল এবং সম্মাননা স্মারক দিয়ে শুভেচ্ছা জানান বোধনের সভাপতি  আব্দুল হালিম দোভাষ, প্রতিষ্ঠাতা সুভাষ বরণ চক্রবর্তী, সহসভাপতি অ্যাডভোকেট নারায়ণ বিশ্বাস, প্রতিষ্ঠাতা সদস্য সুজিত রায় ও সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী।

প্যাশোনেট পারফর্মার্সের কর্ণধার অমিতাভ কাঞ্চিলাল ও দলের সদস্যরা বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামকে সম্মাননা স্মারক প্রদান করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বোধনের সহসভাপতি আবৃত্তিশিল্পী প্রবীর পাল।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM