নগরের মির্জাপুলের বস্তিতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সপ্তাহের ব্যবধানে একই দিনে প্রায় একই সময়ে আগুন লাগায় এটি কারো ইশারায় হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
গত ২৪ জানুয়ারি আগুনে প্রায় ৩০০টির মতো ঘর পুড়ে যায়। এর মাত্র ১০ গজ দূরে শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে সোয়া ১০টার দিকে লাগা আগুনে বাকি ৭০টির মতো ঘর পুড়ে গেছে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিনজানান, খবর পেয়ে ৪টি ইউনিটের ১৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। সকাল পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে এক সপ্তাহের ব্যবধানে একই দিন ও সময়ে আগুন লাগার ঘটনাকে নিছক কাকতালীয় নয় বলে মনে করছেন স্থানীয়রা।
তারা বলেছেন, এ বস্তিতে নিম্ন আয়ের মানুষ বাস করেন। বস্তি উচ্ছেদের জন্যই কেউ ষড়যন্ত্র করে এমনটি করছে। আগুনে এ পরিবারগুলোর আর কিছুই অবশিষ্ট নেই। তারা পুরো ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
জয়নিউজ/পিডি