সিইউজের নতুন সভাপতি আলী, সম্পাদক শামসুল

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নির্বাচনে দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী সভাপতি এবং দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার ম. শামসুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনভর ভোট গ্রহণ শেষে রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন সিইউজের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জসীম উদ্দীন সবুজ।

- Advertisement -google news follower

এবারের নির্বাচনে ৯টি পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোহাম্মদ আলী  তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অবজারভারের চট্টগ্রাম ব্যুরোপ্রধান মোস্তাক আহমদকে ১১ ভোটে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে মোহাম্মদ আলী পেয়েছেন ১৪০ ভোট, মোস্তাক আহমদ ১২৯ ভোট পান।

- Advertisement -islamibank

একই পদে অপর দুই প্রার্থী একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান  মাঈনুদ্দীন দুলাল ৭০ ভোট এবং সদ্য সাবেক সভাপতি দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের ব্যুরোপ্রধান নাজিমুদ্দীন শ্যামল ৪০  ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে ম. শামসুল ইসলাম তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী  সদ্য সাবেক সাধারণ সম্পাদক একুশে টিভির হাসান ফেরদৌসকে ৭৭ ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। এই পদে ম. শামসুল ইসলাম পেয়েছেন ২২৮ ভোট, অপরদিকে হাসান ফেরদৌস পেয়েছেন ১৫১ ভোট।

এছাড়া সিনিয়র সহসভাপতি পদে ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার রতন কান্তি দেবাশীষ । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অলোকময় তলাপাত্র ১২৬ ভোট এবং দৈনিক কর্ণফুলীর সহসম্পাদক মুজাহিদুল ইসলাম ১১৭ ভোট পেয়েছেন।

সহসভাপতি পদে ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গাজী  টেলিভিশনের ব্যুরোপ্রধান অনিন্দ্য টিটো। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক পূর্বকোণের সহসম্পাদক আবছার মাহফুজ পেয়েছেন ১৩৩ ভোট। অপর প্রার্থী সিপ্লাসটিভির সিনিয়র রির্পোটার আলমগীর অপু ৫৯ ভোট পেয়েছেন।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার সবুর শুভ ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অনলাইন পোর্টাল সিপ্লাস টিভির সিনিয়র সহসম্পাদক স্বরূপ ভট্টাচার্য   পেয়েছেন ১১৫ ভোট।

অর্থ সম্পাদক পদে দৈনিক আজাদীর সহসম্পাদক কাশেম শাহ ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নূর উদ্দিন  পেয়েছেন ১২২ ভোট। একই পদে আরেক প্রার্থী সৌমেন ধর পেয়েছেন ৬০ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্টার এস এম ইফতেখারুল ইসলাম ২২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক ভোরের কাগজের প্রতিবেদক প্রীতম দাশ পেয়েছেন ১৫০ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী ইন্ডিপেন্ডেন্ট টিভির রিপোর্টার ইফতেখারুল ফয়সাল পেয়েছেন ১৪৮ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলানিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার  আল রহমান পেয়েছেন ৯৫ ভোট। একই পদের অপর দুই প্রার্থী এটিএন বাংলা সিনিয়র ভিডিও ক্যামরাপাসন  ফরিদ উদ্দীন ৬১ ভোট এবং দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার রাহুল দাস  পেয়েছেন  ৭১ ভোট।

নির্বাহী সদস্য পদে বিজয়ী  মো. মরহরম হোসাইন  পেয়েছেন ১৫৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোটার আবুল হোসাইন পান ৯৯ ভোট। একই পদের অপর দুই  প্রার্থী  জয়নিউজের সহসম্পাদক বিশু রায় চৌধুরী ৮৫ ভোট  ও দৈনিক প্রিয় চট্টগ্রামের সহসম্পাদক আবদুর  রউফ পাটোয়ারী ২৪ ভোট পেয়েছেন।

ফলাফল শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম সাংবাদিক ইউনিয়নের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। সদস্যদের নিয়ে আগামীতে সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

জয়নিউজ/কাউছার/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM