ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় সিইসি!

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে ফিঙ্গার প্রিন্ট না মেলায় বিড়ম্বনায় পড়েন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

- Advertisement -

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজে জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) দেখিয়ে ভোট দেন সিইসি।

- Advertisement -google news follower

এসময় সিইসি সাংবাদিকদের বলেন, ‘আমার ফিঙ্গার প্রিন্ট ৮-৯ বছর আগের। ঘামে ভেজা থাকায় হয়তো মেলেনি, পরে এনআইডি দিয়ে ভোট দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘অনেকেই এই সমস্যায় পড়তে পারেন। তবে ভোট না দিয়ে কেউ যাবেন না। আমাদের বিকল্প ব্যবস্থা আছে। বিকল্প ব্যবস্থায় ভোট দেওয়া যাবে।’

- Advertisement -islamibank

ইভিএমে ভোটারদের ইতিবাচক সাড়া মিলছে জানিয়ে নূরুল হুদা বলেন, ‘ইভিএমে ভোট দিতে পেরে ভোটাররা খুশি। ভোটের পরিবেশ খুব শান্ত। আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে। আমরা ভোটের সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্ট।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM