জেলা গভর্নর কামরুন মালেক বলেন, ডায়নামিক সিটির সেবাকর্মে নিশ্চয়ই কোমলমতি শিশুদের মনে সেবাব্রত জাগ্রত হবে। এসময় তিনি বাওয়া স্কুলের অব্যাহত সাফল্যের প্রশংসা করেন।
বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে চক্ষু পরীক্ষা, ডেন্টাল কেয়ার, কর্মচারীদের মধ্যে শীতকালীন কম্বল ও ছাত্রীদের মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের উদ্যোগে এসব বিতরণ করা হয়। এসময় তিনি নৈতিক দায়িত্ববোধ থেকে এসব সেবা কার্যক্রম করায় ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন শওকত আলী চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়শ্রী সেন, সহকারী অধ্যক্ষ রাজিয়া বেগম, লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর ক্যাবিনেট সেক্রেটারি লায়ন জি কে লালা, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু, গভর্নর এডভাইজার লায়ন মামুনুর রশীদ, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আফরোজা বেগম, জোন চেয়ারপার্সন লায়ন কবিরুল ইসলাম, লায়ন ইঞ্জিনিয়ার মুকুল সরকার, ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব সভাপতি লায়ন ইকবাল হোসেন মজুমদার, সদ্য প্রাক্তন সভাপতি লায়ন আবদুল মান্নান, সেক্রেটারি লায়ন জাহাঙ্গীর আলম, লায়ন মনজুর আলম, লায়ন আবদুল মতিন, লায়ন ওমর ফারুক মুন্না, লায়ন খোরশেদ আলম, লিও জেলা ৩১৫ বি-৪ এর সভাপতি লিও শাহরিয়ার ইকবাল, সহসভাপতি লিও এইচএম হাকিম, জয়েন্ট সেক্রেটারি লিও রাহুল লালা, গোল্ডেন সিটি লিও ক্লাব সভাপতি লিও মাঈনুল হাসান রিয়াদ, সদ্য প্রাক্তন সভাপতি লিও মো. শহীদুল্লাহ সজীব, প্রাক্তন সভাপতি লিও জায়েদ বিন আলী, সহসভাপতি লিও মাকসুদা রিমা, লিও শাকিল ইমন, লিও লিজা দাশ, কোষাধ্যক্ষ লিও আশিক আরেফিন, লিও তুহিন, লিও বেলাল, লিও সাব্বির, লিও শারমিন, লিও নজীব, লিও সায়মা ও লিও তানিয়া সুলতানা প্রমুখ।