ভোট ৩০ শতাংশের কম হলেও সিটি নির্বাচন ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
তিনি বলেন, কত শতাংশ ভোট পড়েছে, তা এখনো জানি না। তবে ৩০ শতাংশের কম হবে। এমনি নির্বাচন ভালো হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনে সিটি নির্বাচনে কাস্টিং ভোট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। যেসব এজেন্ট কেন্দ্রে গেছেন, তাদের বের করে দেওয়া হয়নি। এবং বের করে দেওয়ার অভিযোগও কেউ করেননি।
প্রসঙ্গত, সিটি নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হতে অনাগ্রহী ছিলেন সিইসি। তবে সন্ধ্যায় নির্বাচন ভবন ত্যাগ করার সময় তার লিফটের মুখে সাংবাদিকদের বারবার অনুরোধের একপর্যায়ে তিনি কথা বলেন।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তোলা সিইসি’র পদত্যাগের দাবিও নাকচ করে দেন কে এম নূরুল হুদা।