প্রবৃদ্ধি রেকর্ড ৭.৮৬ শতাংশ

দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭.৮৬ শতাংশ। যা প্রাথমিক হিসেবে ছিল ৭.৬৫ শতাংশ।

- Advertisement -

একই সময়ে মাথাপিছু আয় হয়েছে এক হাজার ৭৫১ ডলার। সে হিসেবে বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৮৩ টাকা) প্রায় এক লাখ ৪৫ হাজার ৩৩৩ টাকা আয় হয়।

- Advertisement -google news follower

এর আগে ২০১৬-১৭ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ২৮ শতাংশ; মাথাপিছু আয় ছিল ১৬১০ ডলার।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মাথাপিছু আয় ও জিডিপি প্রবৃদ্ধির রিপোর্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে উপস্থাপন করা হয়।

- Advertisement -islamibank

সভা শেষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া রিপোর্ট প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এসময় তিনি বলেন, জিডিপি প্রবৃদ্ধি অর্জন রেকর্ড হয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ। অথচ লক্ষ্যমাত্রা ছিল ৭.৪ শতাংশে। এছাড়া মাথাপিছু আয় হয়েছে এক হাজার ৭৫১ ডলার।

জয়নিউজ/হোসেন

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM