ইন্টারনেট ও যান্ত্রিক বিড়ম্বনায় ফল প্রকাশে দেরি

ঢাকা সিটি নির্বাচনে ইভিএমে ভোট হলেও ফল প্রকাশে দেরির কারণ দেখিয়েছেন ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) আবুল কাশেম।

- Advertisement -

তার ভাষ্য, ভোট শেষে কেন্দ্রে এক-দুই ঘণ্টার মধ্যে ফল হলেও নেটওয়ার্কের ও যান্ত্রিক ত্রুটির কারণে ফলাফল ঘোষণা দিতে বিলম্ব হয়েছে।

- Advertisement -google news follower

শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা সিটিতে ভোট শেষে ফলাফল ঘোষণা করতে ১০ ঘণ্টারও বেশি সময় লেগেছে। ইভিএমে ভোট হওয়ার কারণে ফল ঘোষণায় এত সময় লাগায় প্রশ্ন উঠেছে।

ভোটের পরদিন রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে উত্তর সিটির আনুষ্ঠানিক ফল ঘোষণার পর সাংবাদিকরা আবুল কাসেমের কাছে প্রশ্ন রাখেন।

- Advertisement -islamibank

জবাবে ঢাকা উত্তর সিটির এই রিটার্নিং কর্মকর্তা বলেন, আমাদের ভোটগ্রহণ হয়েছে বিকেল ৪টা পর্যন্ত। সর্বোচ্চ সাড়ে ৫টা বা ৬টার মধ্যে ইভিএমের ফলাফল কেন্দ্রে হয়ে গেছে। কিন্তু আমাদের এলাকা অনেক বড়, সেই সাতারকুল, বেরাইদ পর্যন্ত।

আরো পড়ুন: ভোট ৩০ শতাংশের কম হলেও সিটি নির্বাচন ভালো হয়েছে

‘ওইখানে আমাদের যে নেট ছিল, তা ছিল ধীর গতির। এ কারণে আমাদের দেরি হয়েছে। ট্যাবের মাধ্যমে আমরা যে ফলাফল নিয়েছি, ওইখানে নেটওয়ার্কে বা আমাদের কিছু যান্ত্রিক বা টেকনিক্যাল ত্রুটির কারণে আমাদের ফলাফল দিতে বিলম্ব হয়েছে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

ইভিএমে ভোটগ্রহণে দেরি হয়নি উল্লেখ করে ইসির এই যুগ্ম সচিব বলেন, ইভিএমের যে কাজটা, ইভিএমের ফলাফল দ্রুত হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমে উত্তর সিটির ফল প্রকাশের কথা থাকলেও পরবর্তীতে তা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে করা হয়।

ওই বিশ্ববিদ্যালয়ে কোনো কারণে নেটওয়ার্ক ধীর গতি থাকায় ফল প্রকাশ দেরি হয়েছে দাবি করে আবুল কাসেম বলেন, ইভিএমের ফলাফল ভোট শেষে আধা ঘণ্টার মধ্যেই হয়ে গেছে।কিন্তু ফল আসতে দেরি হয়েছে।

এসময় তিনি ঘোষিত ফলাফল গেজেট আকারে প্রকাশ করতে বেশি সময় লাগবে না বলেও সাংবাদিকদের জানান।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM