নিউজিল্যান্ডের বিপেক্ষে শেষ টি-টোয়েন্টিতে জসপ্রীত বুমরার চার ওভারই তফাৎ গড়ে দিয়েছিল ম্যাচে। মাত্র ১২ রানে তিন উইকেট নেন তিনি। তার মধ্যে আবার একটি মেডেন। আর এই মেডেন নেওয়াতেই বিশ্বরেকর্ড গড়লেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে বুমরা প্রথম বোলার, যিনি সাতটি মেডেন ওভার নিয়েছেন, আর এটাই বিশ্বরেকর্ড। এর আগে সবচেয়ে বেশি মেডেন নেওয়ার কৃতিত্ব ছিল শ্রীলঙ্কার নুয়ান কুলসেকরার। তিনি ছয়টি মেডেন নিয়েছিলেন। তবে তা এসেছিল ৫৮টি-টোয়েন্টি ম্যাচে, ২০৫.১ ওভারে। বুমরা সাত মেডেন নিয়েছেন ৫০ ম্যাচে, ৪৯ ইনিংসে। মাত্র ১৭৯.১ ওভারে।
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে ছন্দে দেখা গিয়েছিল বুমরাকে। ডেথ ওভারে তাঁর বিরুদ্ধে রান করতে পারছিলেন না কিউই ব্যাটসম্যানরা। মূলত রোববার তাঁর বোলিংই জেতাল টিম ইন্ডিয়াকে। পঞ্চম টি২০-তে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন বুমরা।