জমজমাট আয়োজনে শেষ হয়েছে কর্ণফুলী এজে চৌধুরী কলেজের ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০। রোববার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
কলেজের অধ্যক্ষ মো. জসীম উদ্দীন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উন্নয়ন উপকমিটির আহ্বায়ক সৈয়দ জামাল আহমদ, অর্থ ও শিক্ষা কমিটি আহ্বায়ক, নজরুল ইসলাম চৌধুরী, গভর্নিংবডির সদস্য, মো. ফোরকান উদ্দিন, গভর্নিংবডি সদস্য মো. জাফর ইকবাল, মো. হারুনুর রশীদ, মো. ইলিয়াছ, মো. শফিকুর রশিদ ও উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া উপকমিটির আহ্বায়ক নাজনীন সুলতানা। সঞ্চালনা করেন শিক্ষক পরিষদ সম্পাদক শামীম আকতার চৌধুরী।