বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্রী এবং বিভিন্ন টেলিভিশনে কর্মরত নারীকর্মীদের জন্য মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে ভারত। ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (আইটেক) প্রোগ্রামের অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে।
ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ভারতীয় দূতাবাস জানায়, আগামী ২৩ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যেন্ত ভারতে অনুষ্ঠিত হবে আইটেক কোর্স। যেখানে বোংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্রী এবং বিভিন্ন টেলিভিশন ও রেডিওতে কর্মরত নারীকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে দুই দেশের সংবাদ মাধ্যম, নিউজ এন্ড কারেন্ট অ্যাফিয়ার্স, সংবাদ পরিবেশন পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে হাতে কলমে শেখানো হবে।
প্রশিক্ষণের মাধ্যমে সংবাদকর্মীরা নিজেদেরকে আরো দৃঢ় ও সুপ্রশিক্ষত গড়ে তুলতে পারবে বলেও জানানো হয়। প্রশিক্ষণের সকল খরচ ভারত সরকার বহন করবে।
বিস্তারিত জানতে লগইন করুন এ ঠিকানায়: www.itecgoi.in
জয়নিউজ/পিডি