লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ও সবাইকে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। মেধার বিকাশে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীরা খেলাধুলায় ব্যস্ত থাকলে বিপথে পা বাড়াতে পারবে না।
বায়তুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মো. ওমর যাহিদ এসব কথা বলেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল কাজী আবুল কালাম আজাদ, লেফটেন্যান্ট কর্নেল শরীফ আহমদ, মেজর আবদুল্লাহ আল মাহমুদ, মেজর মোহাম্মদ আবুল হাসান, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন-নবী খোকন ও বায়তুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবদুল আলীম, সহকারী শিক্ষক আবু তাহের, শিউলী দাশ, মো. হামিদুর রহমান ও শম্পা চৌধুরী প্রমুখ।