সিআইইউতে মোবাইল অ্যাপস ডেভেলপার বিষয়ক কর্মশালা

‘সিআইইউর স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং’ এবং মোবাইল অপারেটর কোম্পানি ‘রবি আজিয়াটা লিমিটেড’ এর যৌথ উদ্যোগে সম্প্রতি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে মোবাইল অ্যাপস ডেভেলপার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির স্কুল অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন অধ্যাপক ড. মো. রেজাউল হক খানের সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন এস. এম. রিফাত মেনন।

- Advertisement -google news follower

অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল হক খান বলেন, বর্তমান সময়ে মোবাইল অ্যাপস ডেভেলপারের চাহিদা ক্রমবর্ধমান। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের এ বিষয়ে যথোপযুক্ত জ্ঞান লাভ অবশ্যই প্রয়োজন।

মোবাইল অ্যাপস্ এর বাজার চাহিদা এবং প্রয়োজনিয়তা সম্পর্কে তুলে ধরে অনুষ্ঠানের সমন্বয়ক ও প্রকৌশল অনুষদের (সিএসই) বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক আতিকুর রহমান বলেন, আজকের এ বিশাল আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদেরকে হাতে কলমে মোবাইল অ্যাপস্ বিষয় সম্পর্কে ধারণা দেওয়া।

- Advertisement -islamibank

তিনি আরও বলেন, বিডি অ্যাপস্ হচ্ছে এমন একটি প্লাটফর্ম যেখানে সকল ধরনের মোবাইলের উপযোগী অ্যাপস্ নির্মাণ করা সম্ভব।

এরপর মোবাইল অপারেটর রবির ক্যারিয়ার বিলিং এন্ড ডিজিটাল প্লাটফর্ম স্পেশালিস্ট সাঈদ মোছায়েব আলম শিক্ষার্থীদের মোবাইল অ্যাপস্ ডেভেলপার বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন।

জয়নিউজ/শাহীদ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM