চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, উন্নত বাংলাদেশ করতে হলে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত নগর গড়তে হবে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে নগরের লালদীঘির মাঠ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুপুর ৩টায় শুরু হয় মহাসমাবেশে। মহাসমাবেশ শুরুর আগে থেকেই মঞ্চে বাজছিল সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী গান।
‘সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতিকে না বলুন, নিরাপদ ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলুন’ স্লোগানে এ মহাসমাবেশের আয়োজন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
এর আগে মহাসমাবেশে যোগ দিতে নগরের ৪১টি ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেন স্থানীয় কাউন্সিলরসহ নেতাকর্মীরা। এসব মিছিলে ছিলেন সচেতন নাগরিকরাও।
মিছিল নিয়ে মহাসমাবেশে যোগ দেওয়াদের মুখে ছিল সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে স্লোগান। অনেকের হাতে ছিল বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড।
উপস্থিত আছেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, কাউন্সিল জহরলাল হাজারী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর মো. জাবেদ, কাউন্সিলর ইসমাইল বালি, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা এবং চট্টগ্রাম চেম্বার পরিচালক ও জয়নিউজ সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন।