টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

অবশেষে প্রায় ১৭ বছর পর ফের পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। যেখানে টস হেরে আগে ব্যাটিং করবে মুমিনুল হকের নেতৃত্বাধীন দল। শুক্রবার (৭ জানুয়ারি) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান অধিনায়ক আজহার আলি।

- Advertisement -

দুই দলের মুখোমুখি দ্বৈরথে একক আধিপত্য পাকিস্তানের। দশ ম্যাচের মধ্যে নয়টিতেই জিতেছে পাকিস্তান। ২০১৫ সালে খুলনায় তামিম ইকবাল ও ইমরুল কায়েসের রেকর্ডগড়া জুটিতে একমাত্র ড্র পায় বাংলাদেশ।

- Advertisement -google news follower

প্রায় দুই দশকের টেস্ট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল খেলেছে মাত্র ১০টি ম্যাচ। আর পাকিস্তানের মাটিতে মা্ত্র ৩টি টেস্ট খেলেছে টাইগাররা।

সেই তিনটি ম্যাচই আবার এক সফরে। ২০০৩ সালে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে স্বরণীয় সফরে তিন টেস্ট খেলেছিল বাংলাদেশ। অর্থাৎ গত ১৭ বছরে একবারও পাকিস্তানের মাটিতে টেস্ট খেলেনি টাইগাররা।

- Advertisement -islamibank

পাকিস্তান একাদশ: শান মাসুদ, আবিদ আলী, আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, হারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক),  ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি, রুবেল হোসেন।

জয়নিউজ/পিডি

 

 

 

 

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM