মহাসমাবেশ সফল করায় নগরবাসীকে ধন্যবাদ জানালেন মেয়র নাছির

ঐতিহাসিক লালদিঘী মাঠে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছেন লাখো মানুষ। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের আহ্বানে জনসমুদ্রে পরিণত হয় লালদিঘী এলাকা।

- Advertisement -

অতীতের সব রেকর্ড ভেঙে শান্তিপূর্ণ সমাবেশে সবার স্লোগান ছিল একটাই, উন্নত রাষ্ট্রের জন্য দুর্নীতি, মাদক, সন্ত্রাসমুক্ত একটি সমাজ।  মহাসমাবেশে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

- Advertisement -google news follower

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতি বিরোধী মহাসমাবেশ সফল করায় নগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন নগরপিতা আ জ ম নাছির উদ্দীন।

নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়র নাছির বলেন, বীর চট্টলার মানুষ সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লালদিঘী ময়দান থেকে ৬ দফা ঘোষণা করেছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আহ্বানে দুর্নীতিমুক্ত দেশ গড়তে সেই লালদিঘীতে আবার শপথ নিয়েছেন চট্টগ্রামবাসী।

- Advertisement -islamibank

এছাড়া মহাসমাবেশ সফল করতে সহযোগিতা করায় পুলিশ প্রশাসনকেও বিশেষ ধন্যবাদ জানান সিটি মেয়র।

জয়নিউজ/পিডি

 

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM