অতিরঞ্জিত বুলিতে বিজ্ঞাপন প্রচার করা হলে ৫ বছরের কারাদণ্ড ও ৫০ লাখ রুপি জরিমানা করার আইন হচ্ছে ভারতে।
‘এই ক্রিম মাখলে ফর্সা হবেন’, ‘এই ওষুধে বাড়বে যৌনক্ষমতা’- আমনজনতার সঙ্গে এ ধরনের প্রতারণা ঠেকাতেই আইনটি করা হচ্ছে।
এ ধরনের বিজ্ঞাপনের বিরুদ্ধে (আপত্তিজনক বিজ্ঞাপন আইন, ১৯৫৪) একটি খসড়া সংশোধনীর প্রস্তাব করা হয়েছে বলে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভারতের সংবাদমাধ্যমে প্রকাশ।
ওই খসড়া প্রস্তাবে বলা হয়েছে, এখন প্রচারমাধ্যমে এমনসব বিজ্ঞাপন নজরে আসে- যেখানে ‘জাদুকরি’ ওষুধে যৌন ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়, প্রসাধনী মাখলে ত্বক ফর্সা হবে দাবি করা হয়। নারীদের বন্ধ্যাত্ব ঘোচানো, অকালে বার্ধক্য ঠেকানো, মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ানোর কথাও বলা হয় কিছু পণ্যের বিজ্ঞাপনে। আদতে এ ধরনের ওষুধ বা প্রসাধনীর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কিন্তু চিত্তাকর্ষক এসব বিজ্ঞাপন দেখে ফাঁদে পড়েন সাধারণ মানুষ। সেসব পণ্য কিনে তারা শিকার হন প্রতারণার। তাই এমন অতিরঞ্জিত বুলির বিজ্ঞাপন দেখালে সংশ্লিষ্ট ব্যক্তির পাঁচ বছর কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা হবে।
জয়নিউজ