সাগরে ডাকাতি বন্ধের দাবিতে বিক্ষোভ

বঙ্গোপসাগর, মহেশখালী ও সোনাদিয়া দ্বীপসহ বিভিন্ন এলাকায় ডাকাতি বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

শনিবার (৮ ফেব্রুয়ারি) নগরের নতুন ফিশারিঘাট এলাকায় সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতি ও সোনালী যান্ত্রিক মৎস্য সমবায় এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

- Advertisement -google news follower

মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন সামুদ্রিক মৎস্য আহরণকারী সমবায় সমিতির সভাপতি মো. নুর হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী মৎস্যজীবী লীগের নগর আহ্বায়ক আমিনুল হক বাবুল সরকার।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে জেলেরা সাগরে ডাকাতদের কাছে জিম্মি। প্রশাসনের কোনো সহযোগিতা পাচ্ছেনা বলে জেলেরা এখন নিরুপায়।

- Advertisement -islamibank

তিনি আরও বলেন, প্রায় ১০ হাজারের বেশি জেলে সাগর থেকে মাছ ধরে উপার্জন করে সংসার চালাচ্ছেন। এভাবে গণহারে ডাকাতি হলে সাগরে মৎস্য আহরণ বন্ধ হয়ে যাবে। সরকার হারাবে রাজস্ব। আমরা প্রতি বছর ৪০ লাখ টাকা সরকারকে দিয়ে থাকি। টাকা দিয়েও সাগরে মাছ ধরতে গেলে ডাকাতদের কাছে সবকিছু হারিয়ে তীরে ফিরতে হয়।

বিক্ষোভ মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জয়নিউজ/কামরুল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM