পাইলট-ক্রু যেতে না চাওয়ায় চীন থেকে আনা যাচ্ছে না ১৭১ বাংলাদেশিকে

১৭১ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে চীনে যেতে চাচ্ছে না কোনো পাইলট ও ক্রু। এ কারণে এখনই তাদের ফিরিয়ে আনা সম্ভব নয়।

- Advertisement -

শনিবার (০৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রাজধানী ঢাকায় ‘সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি’ আয়োজিত অনুষ্ঠানে যোগদান শেষে তিনি এ তথ্য দেন।

- Advertisement -google news follower

ড. মোমেন বলেন, চীনের উহান থেকে আমরা ৩১২ জনকে ফিরিয়ে এনেছি। সেখান থেকে ফিরে আসার পর বিমান-ক্রু’রা কোয়ারেন্টাইনে আছেন। এখন চীনে আর কোনো ক্রু যেতে চাচ্ছে না। আমরা চীনা প্লেন ভাড়া করে ১৭১ জনকে ফিরিয়ে আনতে চাইছি। তবে সেটাও সম্ভব হচ্ছে না।

তিনি জানান, উহানে থাকা বাংলাদেশিদের খাওয়া-দাওয়ায় কোনো কষ্ট যেন না হয় সে বিষয়টি আমরা দেখছি।

- Advertisement -islamibank

অপর এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, যুক্তরাজ্যে আইএস সংশ্লিষ্টতায় অভিযুক্ত শামীমাকে কোনো অবস্থাতেই বাংলাদেশ গ্রহণ করবে না। কারণ তিনি বাংলাদেশের নাগরিক নন। তার মাও বাংলাদেশি ছিলেন না। তাদের আগের প্রজন্ম ব্রিটিশ নাগরিক। এখন যুক্তরাজ্য তাকে আশ্রয় না দিলে তিনি রাষ্ট্রহীন নাগরিক হবেন।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM