দুই ওপেনারের বিদায়, বাংলাদেশ ৬২/২

১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ সূচনা করে দুই টাইগার ওপেনার। ওপেনিং জুটিতেই আসে ৫০ রান। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ১২.৫ ওভারে ২ উইকেটে করেছে ৬২ রান।

- Advertisement -

এর আগে বোলিংয়ে নেমে জয়ের জন্য অর্ধেক কাজটা শেষ করে রাখে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নামা শক্তিশালী ভারতকে তারা আটকে দেয় ১৭৭ রানে। বাংলাদেশের বোলিং তোপে ৪৭.২ ওভারে অলআউট হয়ে যায় ভারত।

- Advertisement -google news follower

ভারতের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করেন ওপেনার জয়সাল। এছাড়া তিলক ৩৮ এবং ধ্রুব ২২ রান করেন।

এদিকে শামীমের কথা বাদ দিলে বাংলাদেশের সব বোলাররাই নিয়ন্ত্রিত বোলিং করেছেন। সর্বোচ্চ ৩ উইকেট নেন অভিষেক। ৯ ওভারে রান দেন ৪০।

- Advertisement -islamibank

দুর্দান্ত বোলিং করা শরিফুল ৩১ রানে নেন ২ উইকেট। পরপর দুই বলে দুটি উইকেট নিয়ে তিনি বাংলাদেশকে ম্যাচে ফেরান। এছাড়া সাকিব ২৮ রানে ২ উইকেট এবং রাকিবুল হাসান ২৯ রানে নেন ১ উইকেট।

বোলিংয়ের পাশাপাশি বাংলাদেশের ফিল্ডিংও বেশ ভালো ছিল। ভারতের ইনিংসের দুটি উইকেটের পতন হয় রানআউটে।

একপর্যায়ে ভারতের রান ছিল ১ উইকেটে ১০৩ রান। সেখান থেকে ১১৪ রানে হয়ে যায় ৩ উইকেট। চতুর্থ উইকেটে ৪২ রানের জুটি হয়। এরপর দারুণভাবে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। মাত্র ২১ রানে মধ্যেই পড়ে যায় ভারতের বাকি সাত উইকেট। ১৫৬ রানে ৩ উইকেট থেকে ১৭৭ রানে অলআউট ভারত।

জয়নিউজ/হিমেল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM