চাঁটগাইয়াদের ভাষায় পুরইন আর চলিত ভাষায় ঝাড়ু। সকাল-বিকাল গৃহিণীদের ঘর পরিস্কার করতে প্রথমেই প্রয়োজন এ ফুলঝাড়ুর। তবে ঘর পরিস্কারে প্লাস্টিকের ঝাড়ু অথবা ইলেকট্রিক ডিভাইস ব্যবহার শুরু হলেও এখনও বেশিরভাগ গৃহিণীর পছন্দ ফুলঝাড়ু।
নগরে বেশিরভাগ ফুলঝাড়ু আসে পার্বত্য অঞ্চল থেকে। শীতের মৌসুমে পাহাড় থেকে ব্যবসায়ীরা কাঁচা ফুলের ঝাড়ু এনে রোদে শুকান। এরপর আঁটি বেঁধে নিয়ে আসেন স্থানীয় বাজারে। প্রতি আঁটি বিক্রি হয় ১৫০ থেকে ২০০ টাকায়।
ছবিগুলো রাঙ্গুনিয়ার ‘ঝাড়ু বিল’ নামে খ্যাত স্থান থেকে তোলা।