পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা দায়িত্বভার গ্রহণ করেছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তিনি সাবেক ইউএনও হাবিবুল হাসানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। উপমা ৩১তম বিসিএস ক্যাডারে প্রথম হন।
ঢাকার মেয়ে ফারহানা জাহান উপমা সর্বশেষ চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০১২ সালে তিনি প্রথমবারের মতো ৩১তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সহিত প্রথম হওয়ার গৌরব অর্জন করেন।
তিনি ঢাকার মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট থেকে মাধ্যমিক এবং এসওএস হারমান মেইনার কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে বিবিএ শেষ করে যোগ দেন প্রথম কর্মজীবন এইচএসবিসি ব্যাংকে।
এসময় তিনি ৩১তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকার করে সরকারি চাকরিতে প্রবেশ করেন।
তিনি এর আগে কুমিল্লা ও চট্টগ্রাম জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বও পালন করেছেন।
দায়িত্বভার গ্রহণের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ হাশেম।