ভোরের হাড়কাঁপানো শীত, সঙ্গে ঘন কুয়াশা। সেই শীত আর কুয়াশাকে সঙ্গী করেই কৃষকরা এসেছেন জমিতে। সেচ দেওয়া জমিতে তারা নেমে গেলেন বোরো ধানের চারা রোপণে।
জমিতেই কথা হলো কয়েকজন কৃষকের সঙ্গে। তারা জানান, বাজারে এখন ধানের দাম কম। কিন্তু আবাদের সব উপকরণের দাম বাড়তি। তাই অনেকেই কমিয়ে দিয়েছেন আবাদ।
বোরো চাষাবাদে কৃষকদের ব্যস্ততার ছবিগুলো চট্টগ্রামের শস্যভাণ্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাই বিল থেকে তোলা।
জয়নিউজ