গণতন্ত্রহীনতা ও লুটপাট রুখে, দেশ বাঁচানোর লক্ষ্যে অভিযাত্রা করতে যাচ্ছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সিপিবি চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা সিপিবির সাধারণ সম্পাদক অশোক সাহা।
তিনি বলেন, দেশের আটটি বিভাগে এ কর্মসূচি পালন করা হবে। তবে এ কর্মসূচি শুরু হবে চট্টগ্রাম থেকে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরের লালদিঘী মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। এতে চার-পাঁচ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবে বলে জানান তিনি।
প্রচার-প্রচারণায় বাঁধা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা আমরা বাঁধাগ্রস্ত হচ্ছি। হালিশহরে আমাদের ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এসব অপকর্মে নেতৃত্ব দিচ্ছে নগর ছাত্রলীগের নেতা গোলাম সামদানি জনি।
লালদিঘী মাঠের জনসভায় বক্তব্য রাখবেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম।
জনসভায় সভাপতিত্ব করবেন সিপিবির চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক মৃণাল চৌধুরী।