নিজ দেশ বাংলাদেশে ফিরেছে বিশ্বজয়ীরা। বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়রা বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে দেশে পৌঁছেন।
বিশ্বজয়ী আকবর আলীদের বহন করা এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি বিকেল ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আধঘণ্টা বিলম্বিত হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে ফ্লাইটটি অবতরণ করে। অবতরণের সময় বিমানটিকে ওয়াটার স্যালুট দেওয়া হয়।
এদিকে বিশ্বজয়ীদের বরণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, চট্টগ্রাম সিটির মেয়র ও বিসিবি পরিচালক আ জ ম নাছির উদ্দীন, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনসহ বিসিবির উর্ধ্বতন কমকর্তারা।
বিমানবন্দরেই ক্রিকেটারদের নিয়ে কেক কেটে বিসিবি সভাপতি তাদের নিয়ে যাবেন মিরপুরের বিসিবি কার্যালয়ে। সেখানেও তাদের জন্য আয়োজনের ব্যবস্থা রেখেছে বিসিবি। সেখানকার আয়োজন শেষে খেলোয়াড়রা পরিবারের কাছে যাবেন।
প্রসঙ্গত, ৯ ফেব্রুয়ারি তীব্র প্রতিদ্বন্দ্বিতা যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। যে কোনো বিশ্বকাপে এটিই বাংলাদেশের প্রথম শিরোপা।
জয়নিউজ