চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের বহনকারী ‘নববাক’ নামে এক সংগঠনের বাস উল্টে কমপক্ষে ২৯ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাসটি ফটিকছড়ি থেকে বিশ্ববিদ্যালয় আসছিল। এসময় হাটহাজারীর মনিয়াপুকুর এলাকায় পৌঁছালে অন্য একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিলে বাসটি উণ্টে যায়।
নববাক সুত্রে জানা যায়, মোট ২৯ জন শিক্ষার্থী হাটহাজারী মেডিকেলে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নববাকের সভাপতি মারুফ উদ্দিন জানান, ড্রাইভার আরেকটি বাসকে অতিক্রম করতে গেলে সেই বাসটি ডান পাশে চেপে দেয়। এতেই দুর্ঘটনা ঘটে। প্রশাসন আমাদের সহযোগিতা করছে। সবাই আশঙ্কামুক্ত।
এব্যাপারে চবি প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান জয়নিউজকে বলেন, অন্য আরেকটি বাসকে অতিক্রম করতে গিয়ে ড্রাইভার এই দুর্ঘটনা ঘটিয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জয়নিউজ/নবাব/পিডি