‘ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে সাংবাদিকরা’

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নিয়ে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতারা। বৃহষ্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সমাবেশে নেতৃবৃন্দ এ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

- Advertisement -

সিইউজের বিরুদ্ধে নির্বাচন রবর্তী ষড়যন্ত্র ও মামলার বিষয়ে সদস্যদের অবহিত করতে এ সমাবেশের আয়োজন করা হয়।

- Advertisement -google news follower

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক ইউনিয়নের সুষ্ঠু নির্বাচন ও ফলাফলের পর নতুন কমিটির দায়িত্ব পালনকে বাধাগ্রস্থ করতে কুচক্রী মহল যে ষড়যন্ত্র করছে সিইউজের ৬০ বছরের ইতিহাসে এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি। সাংবাদিক ও সাংবাদিকতার শত্রু এ ষড়যন্ত্রকারীদের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁতভাঙ্গা জবাব দেবে সাংবাদিক সমাজ। মুক্তিযুদ্ধের চেতনায় লালিত চার শতাধিক সাংবাদিকের লড়াকু সংগঠন নিয়ে এ ষড়যন্ত্র টিকবে না।

সভায় সভাপতিত্ব করেন সিইউজে সভাপতি মোহাম্মদ আলী। যুগ্ম সম্পাদক সবুর শুভ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজে সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহসভাপতি শহীদ উল আলম, মোস্তাক আহমেদ, আবু তাহের মোহাম্মদ, দৈনিক জনকণ্ঠের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেমুল হক, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ ও তপন চক্রবর্তী, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির কোষাধ্যক্ষ নুর উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক আপ্যায়ন সম্পাদক রোকসারুল ইসলাম, বিএফ্‌ইউজে সদস্য আজহার মাহমুদ, সিইউজের টিভি ইউনিটের প্রধান (ভারপ্রাপ্ত) মাসুদুল হক, সিইউজের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব, সাংবাদিক বিশ্বজিত বড়ুয়াসহ বিএফইউজে, সিইউজে ও চট্টগ্রাম প্রেস ক্লাবের বর্তমান ও সাবেক নেতারা।

- Advertisement -islamibank

উপস্থিত ছিলেন বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি মনজুর কাদের মনজু, সিইউজের সহসভাপতি অনিন্দ্য টিটো, চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, প্রচার সম্পাদক রাশেদ মাহমুদ, সিইউজের অর্থ সম্পাদক কাশেম শাহ, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল, নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন, দৈনিক আজাদীর ইউনিট প্রধান খোরশেদ আলম, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের ইউনিট প্রধান স ম ইব্রাহিম, দৈনিক প্রিয় চট্টগ্রামের ইউনিট প্রধান বিশু রায় চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম’র সভাপতি মনজুরুল আলম মঞ্জুসহ সিইউজে সদস্যরা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM