‘জাতিগত ঐক্য ছাড়া জুম্মু জাতির বেঁচে থাকার সুযোগ নেই’

আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন জোরদার করার লক্ষ্যে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বৃহত্তর জাতিগত ঐক্য ছাড়া জুম্মু জাতির বেঁচে থাকার সুযোগ নেই। তাই সকলকে এক হয়ে চুক্তি বাস্তবায়নসহ সকল অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।

- Advertisement -

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

- Advertisement -google news follower

‘জাতিগত ঐক্য ছাড়া জুম্মু জাতির বেঁচে থাকার সুযোগ নেই’ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া এলাকায় মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি বিমল কান্তি চাকমা মুর্ত’র সভাপতিত্বে সম্মেলনে যুববিষয়ক সম্পাদক প্রণব চাকমা, রাজনৈতিক বিষয়ক সম্পাদক বিভু রঞ্জন চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক কাকলি খীসা, হেডম্যান কার্বারী এসোশিয়েশন সভাপতি রনিক ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা, দীঘিনালা হেডম্যান ত্রিদিপ পোমাং প্প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন।

- Advertisement -islamibank

এর আগে সকাল ১০ টায় জেলা শহরের চেঙ্গী স্কয়ারে অবস্থিত এমএন লারমা ভাস্কর্যের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জয়নিউজ/জাফর/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM