এবার শরীর থেকে রক্ত নিবে রোবট!

প্রয়োজনে রক্ত দিতে বা রক্ত পরীক্ষার সময় রক্ত দিতে গিয়েও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় অনেককে।

- Advertisement -

দেখা যায় অনেক সময় একাধিকবার ছুঁচ ফুটিয়েও রক্ত পাওয়া যায় না। এসব সমস্যার সমাধান নিয়ে শিগগিরই আসছে এক রোবট।

- Advertisement -google news follower

শিরার মধ্যে ছুঁচ ফুটিয়ে রক্ত সংগ্রহের প্রক্রিয়াকে ভেনিপাংচার বলা হয়। এই প্রক্রিয়া অবলম্বন করেই নতুন এই রোবট মানব দেহ থেকে রক্ত সংগ্রহ করবে।

ইতোমধ্যেই বিজ্ঞানীরা এমন রোবট বানিয়েছেন যা মানুষের দেহ থেকে রক্ত সংগ্রহ করতে পারবে। মাউন্ট সিনাই হাসপাতাল ও রাটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই রোবট তৈরি করেছেন।

- Advertisement -islamibank

রোবটটি মানুষের চামড়ার নিচেও দেখতে পাবে। এর ফলে সংক্রমণ ও থ্রম্বোসিসের সমস্যা থেকে রেহাই মিলবে।

এই মেশিনের আলট্রাসাউন্ড প্রযুক্তির মাধ্যমে মানবদেহে কোথায় ছুঁচ ফোটানো হবে তা নির্ধারিত হবে।

তবে এখনো প্রাথমিক স্তরে রয়েছে এই ডিভাইস। ইমার্জেন্সি রুম ও অন্যান্য জায়গায় আরও নিখুঁতভাবে রক্ত নেয়ার সুযোগ রয়েছে এই রোবটের।

এক পরিসংখ্যান বলছে, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর ১৪০ কোটি বার মানুষের শরীর ছুঁচ ফুটিয়ে রক্ত সংগ্রহ করা হয়।

নতুন এই মেশিন ব্যবহার করে সুরক্ষিত ভাবে রক্ত সংগ্রহ করা যাবে। এর ফলে দ্রুত কম সংখ্যায় ছুঁচ ফুটিয়ে রুগীর শরীর থেকে রক্ত সংগ্রহ করা যাবে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM