একুশে পদক তুলে দিলেন বঙ্গবন্ধুকন্যা

বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একুশে পদক দেওয়া হয়েছে ২০ গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে।

- Advertisement -

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বর্ণিল আয়োজন করা হয়।

- Advertisement -google news follower

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।

পদক পেলেন যাঁরা

- Advertisement -islamibank

২০২০ সালের জন্য একুশে পদক পেয়েছেন ২০ জন। তারা হলেন- ভাষা আন্দোলনে আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর); শিল্পকলায় (সংগীত) ডালিয়া নওশিন, শঙ্কর রায় ও মিতা হক; শিল্পকলায় (নৃত্য) মো. গোলাম মোস্তফা খান; শিল্পকলায় (অভিনয়) এমএম মহসীন; শিল্পকলায় (চারুকলা) অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান; মুক্তিযুদ্ধে আক্তার সরদার (মরণোত্তর), আব্দুল জব্বার (মরণোত্তর), ডা. আ আ ম মেসবাহুল হক ওরফে বাচ্চু ডাক্তার (মরণোত্তর); সাংবাদিকতায় জাফর ওয়াজেদ (আলী ওয়াজেদ জাফর); গবেষণায় ড. জাহাঙ্গীর আলম, হাফেজ কারী আল্লামা সৈয়দ মো. ছাইফুর রহমান নিজামী শাহ; শিক্ষায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া; অর্থনীতিতে অধ্যাপক ড. শামসুল আলম; সমাজসেবায় সুফি মো. মিজানুর রহমান; ভাষা ও সাহিত্যে ড. নূরুন নবী, সিকদার আমিনুল হক (মরণোত্তর) ও নাজমুন নেসা পিয়ারি এবং চিকিৎসায় অধ্যাপক ডা. সায়েবা আখতার।

এছাড়া গবেষণায় একুশে পদকে পেয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM