করোনাভাইরাসের কারণে আড়াই লাখ মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার দায়েগু শহরের মেয়র।
দায়েগুর মেয়র কোয়ান ইয়ং জিন বলেন, শহরটি নজিরহীন সঙ্কটের মুখোমুখি। কারণ দায়েগুতে ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা স্থানীয় একটি চার্চে গিয়ে আক্রান্ত হয়েছেন।
ধারণা করা হচ্ছে, এই শহরটিতে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে। তাই এই সঙ্কট মোকাবিলায় শহরটির বাসিন্দাদের নিজ বাড়ি থেকে বাইরে বের না হওয়ার জন্য নির্দেশ দেওয়া হল।
জাপানি প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এই নির্দেশনা দেন কোয়ান ইয়ঙ-জিন।
এর আগে জাপানের ক্রুজ শিপে ৬২০ জনের কারোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে জাপনের সরকার।