বর্ষা এলেই প্রশাসনের তোড়জোড় শুরু হয়ে যায় পাহাড়ে অবৈধ বসতি উচ্ছেদে। এরপর সারাবছর আর কোনো মনিটরিং থাকেনা। আর এ সুয়োগকে কাজে লাগিয়ে প্রভাবশালীরা পাহাড় কেটে তৈরি করে বসতঘর। তবে যারা তৈরি করেন সেখানে তারা থাকেন না। বেনামে ঘর ভাড়া দিয়ে দেন নিম্ন আয়ের মানুষদের।
আর অতিবৃষ্টিতে যখন পাহাড় ধসে পড়ে তখন করুণ পরিণতি ঘটে এ হতভাগ্যদের। পর্দার আড়ালেই থেকে যায় পাহাড়খেকোরা। সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুরের এশিয়ান হাইওয়ের ১০নং সমাজ এলাকায় পাহাড় কেটে নির্মাণ করা হচ্ছে বেশ কয়েকটি আধাপাকা বসতঘর।
স্থানীয়রা জানান, বায়েজিদ থানার এক উপপরিদর্শক পর্দার আড়ালে থেকে কেয়ারটেকার দিয়ে পাহাড় কেটে এসব বসতঘর তৈরি করছেন।
জয়নিউজ/পিডি