আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে বোধন আবৃত্তি পরিষদ আয়োজন করে পথ আবৃত্তি অনুষ্ঠান “একুশ মানে মাথা নত না করা”।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে নগরের শাহ আমানত সিটি কর্পোরেশন মার্কেটের সামনে এ পথ আবৃত্তি অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন বোধনের আবৃত্তিশিল্পী অন্বেষা বণিক, ওঙ্কার দে, আনমোল চৌধুরী, তানহা তাবাস্সুম, নওরীন নুরনিসা, সিবরান শারিক, অনিমেষ পালিত, জাহিদুল ইসলাম, সুতপা মজুমদারসহ আরো অনেকে।
এছাড়া আবৃত্তি করেন পান্ডুলিপি আবৃত্তি দলের সভাপতি শাহেদুল ইসলাম চৌধুরী ও তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম।
বোধন সভাপতি আব্দুল হালিম দোভাষ’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী তৈয়বা জহির আরশি।
এসময় আরো উপস্থিত ছিলেন বোধন’র সহসভাপতি এড. নারায়ণ প্রসাদ বিশ্বাস, প্রবীর পাল, সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী, সুজিত রায়, শিমুল নন্দী, মাইনুল আজম চৌধুরী, রমিজ বাবু, অসীম দাশ প্রমূখ।
এর আগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বোধনের সদস্যরা।
জয়নিউজ/পিডি